৩০ মে, ২০২০ ১২:০৫

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবুল হাসনাত মারা গেছেন। শুক্রবার রাতে চাদঁপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, সাংবাদিক আবুল হাসনাত ২দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা শুরু হয়। রাত আনুমানিক ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

সাংবাদিক আবুল হাসনাত প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক, দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। '

মারা যাওয়ার পূর্বে তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেছেন, 'আমার অবস্থা ভালো না, আমাকে সবাই মাফ করে দিবেন। আমার সন্তানদের একটু দেখবেন-আমিন”। স্ট্যাটাস দেয়ার  দুই ঘণ্টা পরেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার লক্ষণ থাকায় তার স্যাম্পল কালেকশন করা হবে। পরে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দাফন কাজ সম্পন্ন হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর