৩০ মে, ২০২০ ১৫:১১

দিনাজপুরে আরও ২৫ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ২৫ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদরে ১১ জন, চিরিরবন্দরে ৪ জন, বিরামপুরে ৩ জন, পার্বতীপুরে ২ জন, বিরলে ২ জন, কাহারোলে ১ জন, ফুলবাড়ীতে ১ জন ও নবাবগঞ্জে ১ জন। এদের বয়স ২৫-৫০ বছর। 

এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ২১৩ জন। যার মধ্যে পুরুষ ১৫৫ জন, নারী ৪৮ জন ও শিশু ১০ জন রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১৫৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৯ জন, হাসপাতালে ভর্তি ১ জন, সুস্থ হয়েছেন ৩৮ জন এবং মারা গেছেন একজন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। 

শুক্রবার রাতে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আরও জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৫০ জনের নমুনার ফলাফলের মধ্যে ২৫টি করোনা পজিটিভ, একটি ফলোআপ পজিটিভ এবং বাকি ১২৪টির ফলাফল নেগেটিভ।

জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৩৩ জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৫০ জন এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ১০৫ জন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর