৩১ মে, ২০২০ ১১:৩২

টঙ্গীতে করোনা উপসর্গ নিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে করোনা উপসর্গ নিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই কলেজে ভূগোল বিষয়ের শিক্ষক ছিলেন।

টঙ্গী গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহত ওই শিক্ষক বেশ কিছু দিন যাবৎ জ্বর ঠাণ্ডায় ভুগছিলেন।

সহকারী অধ্যাপক একেএম ফারুককে আউচপাড়া হাজী কছিমউদ্দীন ফাউন্ডেশন কর্তৃক করোনা স্বেচ্ছাসেবী কর্মীরা মরকুন কবরস্থানে দাফন করেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তবে লাশ দাফনের সময় পরিবারের কাউকে দেখা যায়নি।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর