৩১ মে, ২০২০ ১৩:৩৫

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

জমির বেগ

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের দুজনের বাড়ি ফেনী সদরে। 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

এদিকে, ফেনীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এদের মধ্যে ১২ জন সদর উপজেলার ও ৬জন ছাগলনাইয়া উপজেলার। জেলায় মোট আক্রান্ত ১৫৪জন। সুস্থ হয়েছে ৫৫জন। মৃত্যু হয়েছে ৩জনের। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরের ষাটোর্ধ্ব একজন পুরুষ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তার ছেলে জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানে নমুনা সংগ্রহ করা করা হয়েছে। তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার কারন জানতে চাইলে তার ছেলে এড়িয়ে যায়। পরে পুনরায় নমুনা সংগ্রহ করা হয়।

একই সূত্র জানায়, সদরের ধলিয়ার অলিপুরের ৮০ বছরের এক বৃদ্ধ ডায়রিয়া নিয়ে রাতে হাসপাতালে আসে। ভর্তির পূর্বেই তিনি মারা যান।  দুইজনেরই করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর