১ জুন, ২০২০ ০৮:৩৬

করোনাভাইরাস: ২১ জুন পর্যন্ত লকডাউন বাড়াতে চান স্পেনের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ২১ জুন পর্যন্ত লকডাউন বাড়াতে চান স্পেনের প্রধানমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে চান।

রবিবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে সানচেজ জানান, ‘মহামারিকে একেবারে শেষ করার জন্য’ লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো প্রয়োজন। বিষয়টি পার্লামেন্টকে অনুমোদন দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্ধারণ করেছি আমাদের কী করতে হবে।’

সানচেজ বলেন, ‘স্বাস্থ্য জরুরি অবস্থা সমাপ্তির জন্য আমাদের চূড়ান্ত দূরত্বে যাওয়া প্রয়োজন। আজ আমাদের জরুরি অবস্থার একটি চূড়ান্ত ও সুনির্দিষ্ট সম্প্রসারণ প্রয়োজন, যেটি আগেরগুলোর তুলনায় শিথিল হবে।’

স্পেনের প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে এবং নাগরিকদের তাদের অঞ্চলে চলাফেরার সুযোগ উন্মুক্ত করা হবে। পহেলা জুলাই থেকে সারাদেশে চলাচল উন্মুক্ত করে দেওয়া হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর