১ জুন, ২০২০ ১৬:০৮

নোয়াখালীতে অতিরিক্ত যাত্রী বহন করলেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত যাত্রী বহন করলেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে নোয়াখালীতে লকডাউন খুলে দিলেও মানা হচ্ছে না কোন ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। বাজারের দোকানগুলোতে একই অবস্থা। এতে করে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি।

সকাল থেকে জেলার বিভিন্ন শহর ও বাসস্ট্যান্ডগুলোতে ঘুরে দেখা গেছে, যানবাহনগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে। একই সাথে নেয়া হচ্ছে ভাড়তি ভাড়া। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।

দূরপাল্লার বাস ভাড়া ৪০০ টাকা থেকে ৬০% বাড়িয়ে নেওয়া হচ্ছে ৬৪০ টাকা। একই অবস্থা দেখা গেছে, জেলার বিভিন্ন অভ্যন্তরীণ বেশ কিছু যানবাহনে।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর