১ জুন, ২০২০ ১৭:৩৫

দিনাজপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৩ জনের করোনা 
 শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পার্বতীপুরে মোস্তফাপুর ইউপির আমবাড়ী বাজার এলাকায় একজন পুরুষ, বিরলে কামারপাড়ায় একজন পুরুষ এবং চিরিরবন্দরে ইউসুুফপুর ইউপির বিন্নাকুঁড়ি গ্রামে একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। 

আক্রান্তদের দুইজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হয়েছে।

এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২২৭ জন। যার মধ্যে পুরুষ ১৬৮ জন, নারী ৪৯ জন ও শিশু ১ ০জন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। 

রবিবার রাতে প্রাপ্ত তথ্যে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আরও জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ৫৫ জনের নমুনার ফলাফলের মধ্যে ৩টি করোনা পজিটিভ, একটি ফলোআপ পজিটিভ এবং বাকি ৫২টির ফলাফল নেগেটিভ।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর