১ জুন, ২০২০ ১৮:৫৫

কিশোরগঞ্জে আরও ২২ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে আরও ২২ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ মে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার এমপিএমএল ল্যাব ও আইপিএইচ-এ পাঠানো হয়েছিল। এরমধ্যে ২২ জনের পজিটিভ, ১২১ জনের নেগেটিভ  এবং ৩ জনের দ্বিতীয় নমুনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে করিমগঞ্জের একজন মৃত ব্যক্তির দ্বিতীয় নমুনায়ও পজিটিভ ধরা পড়েছে। নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ১ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৪ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ১১ জন ও বাজিতপুরে ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৫ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আইসোলেশনে থাকা করোনা পিজিটিভ ব্যক্তির সংখ্যা ১৬৩ জন। এরমধ্যে হাসপাতালে ৩৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১২৮ জন। অন্য জেলা থেকে আগত আইসোলেশনে থাকা কোভিড আক্রান্ত ৪ জন। এরমধ্যে হাসপাতালে ৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১ জন। হাসপাতালের আইসোলেশনে থাকা নেগেটিভ/ সাসপেক্টেড রয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৫ জন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন এবং অদ্যাবধি সুস্থ হয়েছেন ২০১ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর