৩ জুন, ২০২০ ২০:৪৭

লাকসামে চিকিৎসক-শিশুসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি:

লাকসামে চিকিৎসক-শিশুসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

কুমিল্লার লাকসামে চিকিৎসক ও শিশুসহ আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৮১ জন আক্রান্ত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম এ তথ্য নিশ্চিত করেছে।   

সূত্র মতে, আজ লাকসামে ১০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে সাতজনের পজিটিভ ও তিনজনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৩১ বছর বয়সী একজন চিকিৎসক রয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য। 

অন্যরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জনৈক কর্মচারির চারবছর বয়সী নাতনি, শহরের পশ্চিমগাঁও সামনিরদিঘি এলাকার একই পরিবারের ৬৫ ও ২৫ বছর বয়সী দুই নারী ও ২১ বছর বয়সী তরুণ, পাইকপাড়ার ৩৫ বছর বয়সী যুবক, রনোচৌ গ্রামের ৩৮ বছর বয়সী এক যুবক। এছাড়া, শহরের পশ্চিমগাঁও সামনিরদিঘি এলাকার এক যুবকের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসলেও আজ তৃতীয় রিপোর্ট পজিটিভ এসেছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন ও ডা. আবদুল হান্নান জানান, উপজেলায় এ পর্যন্ত ৬৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৫২১টি। আজ নতুন সাতজনসহ সর্বমোট ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৪৪০টি রিপোর্ট নেগেটিভ। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে ১৫৪টি। এখানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়ে ওঠেছেন। তাদের মধ্যে আজ ১২জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আক্রান্ত সকলের নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর