৩ জুন, ২০২০ ২০:৫৫

উত্তর কোরিয়ায় ‘কেউ আক্রান্ত না হলেও’ কঠোর বিধি-নিষেধ

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় ‘কেউ আক্রান্ত না হলেও’ কঠোর বিধি-নিষেধ

উত্তর কোরিয়ায় স্কুলের নতুন টার্ম শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এই সিডিউল স্থগিত হয়ে যায়।

দু’মাস পর এখন স্কুল খুলে দেয়া হয়েছে। রাজধানী পিয়ংইয়াং-এ শিক্ষার্থীরা ক্লাস রুমে ফিরে গেছে। তবে তাদের মুখে মাস্ক পরতে হয়েছে।

সরকারি তথ্য অনুসারে উত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও দেশটিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত এবং হাজার হাজার লোককে আইসোলেশনে অর্থাৎ আর সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর