৪ জুন, ২০২০ ০৬:৪৭

৪ দিনের মাথায় স্পেনে একজনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক

৪ দিনের মাথায় স্পেনে একজনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসে মৃতের সংখ্যা শূন্যে নেমে এসেছিল স্পেনে। টানা তিনদিন কোনও মৃত্যু হয়নি।  চারদিনের মাথায় এসে বুধবার দেশটিতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যা। 

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনই তথ্য দিয়েছে। খবর আল জাজিরার।

বুধবার একজনের মৃত্যু হওয়ার পাশাপাশি ২৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৭১ জন। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে ১৪৮ জন। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩২৬। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১২৮।

নতুন আক্রান্তের অধিকাংশই মাদ্রিদ ও কাতালোনিয়ার। ২১৯ জনের মধ্যে ১৫০ জনই এই দুটি অঞ্চলের।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর