৫ জুন, ২০২০ ০৫:৫১

ইতালি প্রবেশের পর থাকতে হবে না কোয়ারেন্টাইনে

অনলাইন ডেস্ক

ইতালি প্রবেশের পর থাকতে হবে না কোয়ারেন্টাইনে

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে অনেক দেশ। বুধবার ইউরোপের অন্যান্য দেশের সাথে সীমান্ত খুলে দিয়েছে ইতালি। এমনকি বাইরে থেকে কেউ আসলে তাকে কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।

করোনা মহামারীর সময়ে প্রতিবেশী সীমান্তে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রিয়া। তবে ইতালির সাথে সীমান্ত বন্ধ রাখবে দেশটি। অস্ট্রিয়ার মোট আটটি দেশের সাথে সীমান্ত রয়েছে দেশটির। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালির পরিস্থিতি এখনো সীমান্ত খুলে দেয়ার মত মনে করছে না তার দেশ। 

অন্যদিকে ইতালির কমর্তকর্তারা জানায়, অস্ট্রিয়ার সাথে সীমান্ত খোলার বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। এর আগে বুধবার ইউরোপের অন্যান্য দেশের সাথে সীমান্ত খুলে দেয় ইতালি। এমনকি বাইরে থেকে কেউ আসলে তাকে কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।

কমর্তকর্তারা আরও জানায়, শুধু স্বাস্থ্য পরীক্ষা করেই যে কাউকে ইতালিতে ঢুকতে দেয়া হবে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়াতেই এ ধরনের পদক্ষেপ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর