৫ জুন, ২০২০ ১৪:৫৬

রাশিয়ায় আক্রান্ত প্রায় সাড়ে চার লাখ

অনলাইন ডেস্ক

রাশিয়ায় আক্রান্ত প্রায় সাড়ে চার লাখ

শুক্রবার আরও ৮ হাজার ৭২৬ জনের করোনাভাইরাস শনাক্ত করেছে রাশিয়া। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, মৃত্যু বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫২৮ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার মাত্র ০.১২ শতাংশ।

এই সময়ে ৮ হাজার ৫৭ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনা জয় করেছেন ২ লাখ ১২ হাজার ৬৮০ জন রাশিয়ান। সুস্থতার হার ৪৭.২৭ শতাংশ।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক ১০ হাজারের ওপর মৃত্যু ছিল মের মাঝামাঝি সময়ে। তারপর থেকে সংক্রমণ কমতে থাকে। গণহারে করোনা পরীক্ষার পর সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হওয়ার পর তা কমতে থাকায় স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয় রুশ সরকার।

গত সোমবার থেকে মস্কোর ৯ সপ্তাহের লকডাউন প্রত্যাহার করে দোকানপাট খুলে দেওয়া হয় এবং বাসিন্দারা কিছু সময়ের জন্য ঘরের বাইরে যাওয়ার অনুমতি পান।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর