৫ জুন, ২০২০ ১৭:৪৩

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, শ্বাসকষ্ট) নিয়ে পটুয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও বৃহস্পতিবার মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে তারা মারা যান। 

মৃতরা হলেন, শহরের হোমিওপ্যাথিক চিকিৎসক হাফেজ মো. মতিউর রহমান (৭০), নিজাম উদ্দিন (৫০) ও মো. মজিবর আকন (৪৮)। 

পটুয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে নিজাম উদ্দিন নামে একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. মতিউর রহমান হাসপাতালে ভর্তি হলে রাতে তিনি মারা যান। নিজাম পটুয়াখালীর কোড়ালিয়া এলাকার বাসিন্দা জয়নাল খানের ছেলে। 

মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামের মজিবর আকন জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে রাতে মারা গেছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি দু’জন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিদের কোভিড-১৯ নিয়ম মেনে দাফন করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর