৬ জুন, ২০২০ ১০:৫০

নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে চীন

অনলাইন ডেস্ক

নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে চীন

করোনাভাইরাস মহামারির উৎস সম্পর্কে জানতে আন্তর্জাতিক তদন্তে অস্ট্রেলিয়ার সমর্থন দিয়েছিল। তারপর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয় চীনের। এবার করোনাভাইরাস মহামারির কারণে অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতার শিকার হচ্ছে এশিয়ানরা- এমন আশঙ্কা থেকে নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণে বারণ করলো চীন।

শুক্রবার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা জানায়, কোভিড-১৯ মহামারির প্রভাবে অস্ট্রেলিয়ায় চীনা ও এশিয়ানদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বেড়ে চলেছে।

মন্ত্রণালয় চীনা পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়ে বলেছে, ‘চীনা পর্যটকদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর