শিরোনাম
৬ জুন, ২০২০ ১১:২৯

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ফাইল ছবি

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্রাজিলেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। 

নোভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে জাতিসংঘ সংস্থা সতর্ক করেছিল ব্রাজিলিয়ান সরকারকে। তারপরই এমন হুঁশিয়ারি ব্রাজিলের রাষ্ট্র প্রধানের।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোলসোনারো অভিযোগ করেন, ডব্লিউএইচও ‘একটি বিশেষ গোষ্ঠীর অনুগত’ ও ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, এই সংস্থা ‘আদর্শগত পক্ষপাতিত্ব ছাড়া’ কাজ বন্ধ না করলে ব্রাজিল সদস্যপদ বাতিলের কথা ভাববে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর