৬ জুন, ২০২০ ১৭:২১

গাইবান্ধায় করোনা উপসর্গে মৃতের দাফনে থাকলো না পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় করোনা উপসর্গে মৃতের দাফনে থাকলো না পরিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আরজ খলশী পাড়ার আব্দুর রহমান (৫২) করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার রাতে মারা যান। কিন্তু তার মৃত্যুর পর করোনা আক্রান্ত হবার ভয়ে তার পাশ থেকে সরে যান স্ত্রী, দুই ছেলে ও দুই জমজ মেয়ে। খবর পেয়ে আজ শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ লাশ দাফনের কাজ সম্পন্ন করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, মৃত আব্দুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে চায়ের দোকান করতেন। তিনি অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনী জটিলতায় অসুস্থ ছিলেন। ঈদের পর তার অসুস্থতা বেড়ে গেলে স্থানীয় চিকিৎসক তার জ্বর ও গলা ব্যাথার কারনে টাইফয়েডের চিকিৎসা দেন। এরপর তিনি তার বাড়িতেই চিকিৎসাধীন থেকে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় মারা যান। মৃত্যুর পর তার স্ত্রী ও ছেলে মেয়েরা করোনার ভয়ে মৃতের কাছ থেকে সরে যান। বিষয়টি জানতে পেরে মৃতের দাফনের জন্য গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের (আরএমও) সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করি। পরে শনিবার বেলা ১১টার দিকে পুলিশ, আরএমও, উপজেলা ভূমি অফিস মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং গ্রামবাসীর সহায়তায় দাফন কাজ শেষ করি।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর