৬ জুন, ২০২০ ১৮:৩৭

ফেনীতে আরো ২৩ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি

ফেনীতে আরো ২৩ জনের করোনা শনাক্ত

ফেনীতে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও একই পরিবারের ৫ জনসহ নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ২৪৮ জন। সুস্থ হয়েছেন ৬৩ জন। মারা গেছে ৪ জন। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলায় একই পরিবারের ৫ জনসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোনাগাজী উপজেলায় এক ব্যাংকারসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা চরচান্দিয়া, মঙ্গলকান্দি, মতিগঞ্জ, নবাবপুর ও চরমজলিশপুরের বাসিন্দা। ছাগলনাইয়ায় আক্রান্ত ৩ জন। তাদের মধ্যে পাঠানগড় এলাকার ২ জন ও পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার ১ জন। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরশুরাম উপজেলার ১টি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও দক্ষিণ শালধর এলাকার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর