৬ জুন, ২০২০ ২১:০৪

করোনা উপসর্গ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

করোনা উপসর্গ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু

শ্বাসকষ্ট শুরু হওয়ার পর থেকে দুই ভাইয়ের আইসিইউ’র জন্য পরিবারের সদস্যরা ছুটেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। আইসিইউ’র আশার করেছেন একের পর এক ফোন। কিন্তু কোনো কিছুর বিনিময়েও জোগাড় করতে পারেনি আইসিইউ। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে পরকালে পাড়ি দিলেন দুইভাই মো. শাহ আলম ও শাহ জাহান। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ৮ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুইভাই।

জানা যায়, চার দিনে আগে হাটহাজারী উপজেলা সদরের গোলাম রসুলের দুই ছেলে শাহ আলম ও শাহ জাহান করোনাভাইরাস উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে তাদের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাদের আইসিইউ’তে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে থাকেন আইসিইউ’র আশায়। যোগাড় করতে না পারায় দুপুরে মারা যান শাহ আলম। ভাইয়ের মৃত্যুর ৮ ঘন্টা পর মারা যান শাহ জাহানও।

শাহ আলম সংযুক্ত আবর আমিরাতের প্রবাসী ছিলেন। গত জানুয়ারিতে তিনি দেশে ছুটিতে আসেন। শাহ জাহান একজন ব্যবসায়ী। হাটহাজারীতে তার কাপড়ের দোকান রয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম 

সর্বশেষ খবর