৭ জুন, ২০২০ ০৮:২৯

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর করোনা আক্রান্ত, হেলিকপ্টারে নেওয়া হবে ঢাকা

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর করোনা আক্রান্ত, হেলিকপ্টারে নেওয়া হবে ঢাকা

বীর বাহাদুর উশৈসিং

করোনাভাইরাসে আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। শনিবার রাত পৌনে ১২ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া একথা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা বান্দরবান থেকে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছিল। এরপর শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানিয়েছেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শারীরিকভাবে সুস্থই রয়েছেন।

মন্ত্রির এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার বান্দরবান জেলায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯ জন। এর মধ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এক কর্মচারীও রয়েছেন। বান্দরবান সদর উপজেলায় সবমিলিয়ে ৫ জন, এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর