৭ জুন, ২০২০ ০৮:৩৮

করোনাভাইরাস: ইতালিতে নতুন করে ২৭০ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ইতালিতে নতুন করে ২৭০ জন আক্রান্ত

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার ইতালিতে নতুন করে ২৭০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭২ জন। দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি এমনটাই জানিয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, রোমের হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের সূত্র ধরে নতুন দুটি জোন খুঁজে পেয়েছে ইতালি। যেখান থেকেই মূলত আবার ছড়াচ্ছে করোনাভাইরাস। ওই দুটি স্থানকে রেড জোন হিসেবে ধরে লক করে দিয়েছে দেশটি।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮০১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৮৪৬ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর