৪ জুলাই, ২০২০ ১৪:১০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি করোনায় আক্রান্ত

পাকিস্তানের পররারাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার শাহ মেহমুদ কোরেশি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।  

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বলেন, শুক্রবার বিকেলে আমি কিছুটা জ্বর বোধ করি এবং দ্রুত নিজেকে ঘরবন্দি করে ফেলি। পরে নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সবল ও কর্মক্ষম আছি। ফলে বাসা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন। 

পাকিস্তানে করোনা আক্রান্ত রাজনীতিকদের মধ্যে শাহ মেহমুদ কোরেশিই এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তি। তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির ভাইস প্রেসিডেন্ট কোরেশিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পরপরই সরকারের দুই নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর