শিরোনাম
৪ জুলাই, ২০২০ ১৬:২০

রাজশাহীতে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনা উপসর্গে দুই জনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার গভীর রাতে তারা মারা যান। তারা হাসপাতালের করোনা ওয়ার্ডে ছিলেন।

মৃত দুই জন হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও বোয়ালিয়া থানা এলাকার মামুন-অর-রশীদের ছেলে আবদুল ওয়াহেদ ৫৭)। 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুজনেরই করোনার উপসর্গ ছিল। তাই মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এ দুই জনের মরদেহ দাফন করেছে বলেও জানান তিনি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর