৫ জুলাই, ২০২০ ১৮:৪৭

রামেকে করোনা আতঙ্কে লাশ ফেলে পালিয়ে গেল স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রামেকে করোনা আতঙ্কে লাশ ফেলে পালিয়ে গেল স্বজনরা
করোনার আতঙ্কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজনের লাশ ফেলে স্বজনরা পালিয়ে গেছেন। স্বজনরা না আসায় রবিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লাশুটি রামেক হাসপাতালেই পড়ে ছিল। মৃত ব্যক্তি হলেন রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবুর রহমান। নমুনা পরীক্ষায় হাবিবুরের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল।
 
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত্যুর আগ পর্যন্ত হাবিবুর রহমানের সঙ্গে তার স্বজনরা ছিলেন। তবে মৃত্যুর পর তারা লাশ ফেলে চলে গেছেন। হাসপাতালে ভর্তির সময় রোগীর স্বজন হিসেবে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে হাবিবুরের করোনা নেগেটিভ ছিল।
 
তিনি জানান, পুলিশের মাধ্যমে লাশের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। কিন্তু স্বজনরা যদি কোনোভাবেই না আসেন তাহলে লাশের দায়িত্ব পুলিশকে দেওয়া হবে। পুলিশ তখন কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের ব্যবস্থা করবে।
 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর