৬ জুলাই, ২০২০ ১২:১২

মাদারীপুরে মোট ৮৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে মোট ৮৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

মাদারীপুরে এ পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার করা হয়েছে ৬ হাজার ৫৩ জনের। এদের মধ্যে শনাক্ত হয়েছে ৮৭১ জনের শরীরে। 

উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হলো, সদর উপজেলায় ৩০৩, রাজৈরে ২৬৩, কালকিনিতে ১৫৬ এবং শিবচর উপজেলায় ১৩৭জন।

গত ২৪ ঘণ্টায় ১১৩টিসহ এ পর্যন্ত ৬ হাজার ১৬৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৬ হাজার ৫৩টির। রবিবার বিকেলে ২৭৫টি নমুনা (১ ও ২ জুলাই প্রেরিত) পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৩৯ জনের করোনা পজেটিভ এবং বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮৭১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪১০জন। 

মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, গত রবিবার পর্যন্ত মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়েছে ৮৭১ জন। মাদারীপুরে এ পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৬০৫৩ জনের। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর