৬ জুলাই, ২০২০ ১২:১৪

চাঁদপুর করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুর করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

চাঁদপুরে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে  ১জন ও ফরিদগঞ্জে ১জন মারা গেছে। স্বাস্থ্য বিধি মেনেই উভয়ের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ জুলাই শুক্রবার শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৭০) করোনা উপসর্গ নিয়ে আসেন। তার নমুনা সংগ্রহ করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই রাত ৮টায় তিনি মারা যান। নমুনা রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তার এক ছেলেও করোনায় মারা গেছে।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহ আলম ফরাজী (৫৫) রবিবার বিকেলে নিজ বাড়িতে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, কিছুদিন যাবৎ তিনি বুকে ব্যাথা, শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের কাছে নেয়া হলে, তাকে করোনা টেস্টের পরামর্শ দিলেও তারা তা করেননি।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর