৮ আগস্ট, ২০২০ ১২:৪৬

করোনায় বিশ্বে সুস্থ এক কোটি ২৫ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্ক

করোনায় বিশ্বে সুস্থ এক কোটি ২৫ লাখের বেশি মানুষ

ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাস থেকে এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৮০ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে বাংলাদেশের ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন ব্যক্তি রয়েছেন। 

আর আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে ৬২ লাখ ৭২ হাজার ৬৮৯ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ১৬ হাজার ৯৬৭ জন, ব্রাজিলে ২০ লাখ ৬৮ হাজার ৩৯৪, ভারতে ১৪ লাখ ২৭ হাজার ৬৬৯, রাশিয়ায় ছয় লাখ ৮৩ হাজার ৫৯২, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৯৪ হাজার ৭৫৯, চিলিতে তিন লাখ ৪২ হাজার ১৬৮, পেরুতে তিন লাখ ১৪ হাজার ৩৩২ জন ব্যক্তি। 

এছাড়াও ইরানে দুই লাখ ৭৯ হাজার ৭২৪, মেক্সিকোতে তিন লাখ ১৩ হাজার ৩৮৬, পাকিস্তানে দুই লাখ ৫৮ হাজার ৯৯, সৌদি আরবে দুই লাখ ৪৮ হাজার ৯৪৮, তুরস্কে দুই লাখ ২১ হাজার ৫৭৪, ইতালিতে দুই লাখ এক হাজার ৬৪২, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৭ হাজার ৪০০, কাতারে এক লাখ ৯ হাজার ১৪২, কানাডায় এক লাখ তিন হাজার ৪৩৫, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ১২৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, কুয়েতে ৬২ হাজার ৩৩০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ১৫, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৩১২, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬২৯, অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৩২০ ও মালয়েশিয়ায় আট হাজার ৭২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী এই ভাইরাস। এরপর একে একে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিডি প্রতিদিন/এজে

সর্বশেষ খবর