৪ আগস্ট, ২০২১ ১৯:০১

বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনায় ও উপসর্গ 
নিয়ে ১৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় ১৩ জনের মৃত্যু হলেও এর মধ্যে বগুড়া জেলার বসিন্দা ২ জন এবং অপর ৫ জন জেলার বাহিরের বাসিন্দা।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে মারা গেছেন মোট ৭ জন। এর মধ্যে ২ জন বগুড়া জেলার বাসিন্দা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) মারা গেছেন বগুড়া সদরের পারুল (৮৫) ও মো. মোতাহার (৪৫)। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৫৭৫ জনের।

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। সর্বশেষ বগুড়ায় ৪৭৪টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতলে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৪৮ জন, জিন এক্সপার্ট মেশিনে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ হয়েছে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৬৬টি নমুনার মধ্যে ২৮ জন শনাক্ত হয়েছেন। বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২২টি নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর