শিরোনাম
২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:১৯

হ্যান্ড ক্রাফটেড কিচেন সিংক বাজারে আনল আরএফএল

অনলাইন ডেস্ক

হ্যান্ড ক্রাফটেড কিচেন সিংক বাজারে আনল আরএফএল

বাংলাদেশে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ক্রাফটেড কিচেন সিংক বাজারে এনেছে আরএফএলের এর সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ডিলাইট’ মডেলের কিচেন সিংকের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। 

আরএমআইএলের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে দেশের বাজারে দু’ধরনের কিচেন সিংক পাওয়া যায়।  একটি হ্যান্ড ক্রাফটেড, অন্যটি হাইড্রলিক মেশিনের সাহায্যে তৈরি করা হয়। এ দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বোলের ব্যস, গভীরতা এবং পুরুত্ব। হ্যান্ডক্রাফটেড কিচেন সিংকের বোলের গভীরতা বেশি এবং স্টেইনলেস স্টিলের পুরুত্বও অনেক বেশি। যার ফলে সিংক হয় ১০০ ভাগ মরিচা প্রতিরোধী ও দীর্ঘস্থায়ী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর