শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

কৃষি জমি দখল করে বাজার

মাসুদ হাসান বাদল, শেরপুর

প্রভাবশালী মহলের মদদে স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র এক অসহায় কৃষকের কৃষি জমি দখল করে ওই জমিতে জোরপূর্বক বাজার বসিয়েছে। ঘটনাটি ঘটেছে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারীর পাড় গ্রামে।

জানা যায়, শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চাঁন্দের নগর নয়াপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মো. মুনসুর আলীর নকলা উপজেলার বিহারীর পাড় মৌজায় ৫০ শতাংশ স্বত্ব দখলীয় কৃষি জমি রয়েছে। ওই জমি জোরপূর্বক দখল করে প্রভাবশালী মহলের ইন্ধনে স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র প্রথমে ছনের চালা ও পরে টিনের চালা তুলে বাজার বসায় । একই মৌজায় ওই জমি থেকে মাত্র ২০০ গজ উত্তর-পশ্চিমে সরকার অনুমোদিত বড়ইতার একটি হাট রয়েছে। প্রতি বছর সরকার থেকে ওই হাট ইজারা দেওয়া হয়। মুনসুর আলী তার জমিতে বাজার বসাতে বাধা দেওয়ায় স্বার্থান্বেষী প্রভাবশালী মহলটি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। নিরুপায় হয়ে অসহায় মুনসুর আলী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেরপুর বরাবরে প্রতিকার চেয়ে আবেদন জানালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন এবং ২৬/০৬/২০১৩ তারিখে রেকর্ডপত্রাদিসহ হাজির হওয়ার নির্দেশ দেন। বিবাদী পক্ষ কালক্ষেপণের জন্য সময় প্রার্থনা করেন এবং বাজার স্থাপনের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বড়ইতার বাজার কমিটির সভাপতি মো. হযরত আলী বাদী হয়ে বিহারীর পাড় অবৈধ বাজার কমিটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে দুই বাজার কমিটির মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর