শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর

গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেনারেল ম্যানেজার ও কর্মকর্তাদের বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী এ কর্মকাণ্ড চালায়। গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হারুন জানান, হরিদাসপুর গ্রামের মোস্তাক হোসেন সেন্টু বিভিন্ন সময় নানা অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৪০/৫০ জন লোক নিয়ে মোস্তাক হোসেন অফিস চত্বরে ঢুকে নৈশ প্রহরীদের মারপিট করে। পরে তার বাসা ও বিভিন্ন কর্মকর্তার বাসভবনে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা তার বাসার সামনে আগুন ধরিয়ে দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করে। ইটের আঘাতে বাসার টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন, রিয়াজ হোসেন, মোর্শেদ আলম, আবুল হোসেন, লেবু শেখ, মো. তরিকুল শেখ ও মফসেন।

সর্বশেষ খবর