শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

কক্সবাজারে মনোনয়নপ্রত্যাশী যারা

কক্সবাজারে মনোনয়নপ্রত্যাশী যারা

কক্সবাজারে ৪টি আসনে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণের বিয়য়টি জানান দিচ্ছেন দলীয়, ব্যক্তিগত কিংবা সভা-সেমিনারে ও রাজনৈতিক কর্মকাণ্ডে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নিজ দলের সমর্থন আদায়ে ঊর্ধ্বতন মহলে কড়া নাড়ছেন। কক্সবাজারের ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিম্নরূপ-

আসন-১ (চকরিয়া-পেকুয়া) : ১৮ দলের প্রার্থী হিসেবে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এবং তার স্ত্রী বর্তমান এমপি অ্যাডভোকেট হাছিনা আহমেদ, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ও সাবেক পৌর মেয়র জাফর আলম বিএ দলের মনোনয়ন প্রত্যাশী। এ ছাড়া জামায়াত-বিএনপি জোট না থাকলে জামায়াতের প্রার্থী হিসেবে এনামুল হক মঞ্জু অথবা আরিফুল ইসলাম মানিককে দলের প্রার্থী হিসেবে দেখতে চান কর্মী-সমর্থকরা। মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে তাহলে মৌলভী ইলিয়াছ দলের পক্ষে নির্বাচন করবেন বলে জানা গেছে। আসন-২ (কুতুবদিয়া-মহেশখালী) : ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি জামায়াত নেতা এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি বিএনপি নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর, মহাজোটের প্রার্থী হিসেবে ড. আনছারুল করিম, অ্যাডভোকেট ফরিদ আহমদের নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টি যদি একক নির্বাচন করে তাহলে মহেশখালীর কুতুবজোম ইউপির সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী কবির আহমদ সওদাগর এ আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে সূত্র জানিয়েছে। আসন-৩ (সদর-রামু) : ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি লুৎফুর রহমান কাজলের পাশাপাশি সাবেক এমপি ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নামও শোনা যাচ্ছে। কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল, বর্তমান রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিছ ফাতেমা মোস্তাক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাজনীন সরওয়ার কাবেরী দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। জাতীয় পার্টি একক নির্বাচন করলে দলের পক্ষে একমাত্র প্রার্থী বলে দাবি করছেন তরুণ রাজনীতিবিদ দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার। আসন-৪ (উখিয়া-টেকনাফ) : মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি আবদুর রহমান বদি মনোনয়ন পাবেন বলে বিশ্বাসী। অপরদিকে মহাজোট থেকে সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক হামিদুল হক চৌধুরীও দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করছেন। ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম শাহ আলম, জামায়াতের অ্যাড. শাহজালাল চৌধুরী ছাড়াও জামায়াতের হোয়াইংক্যং ইউপি চেয়ারম্যান আনোয়ারী নির্বাচনে অংশ নিবেন বলে জানা গেছে।

 

 

সর্বশেষ খবর