শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
আড়াইহাজার পৌরসভা নির্বাচন

জেলা বিএনপি সভাপতির গাড়ির সামনে বিদ্রোহী প্রার্থীদের বিক্ষোভ

আলোচনা না করে আড়াইহাজার পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করায় বিএনপির তিন বিদ্রোহী মেয়র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের গাড়ির সামনে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে প্রার্থিতা নিয়ে আজ তৈমূর তার বাড়িতে চ‚ড়ান্ত সভা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যান। জানা গেছে, তিন মেয়র প্রার্থী যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, কবির হোসেন ও অ্যাডভোকেট কাজী আবদুস সেলিম কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল বিকালে আড়াইহাজার বিআরডিবি অফিসের সামনে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা উপজেলা বিএনপি সভাপতি বদরুজ্জামান খসরুবিরোধী স্লোগান দেন। এদিকে বিএনপির বিদ্রোহী ওই তিন মেয়র প্রার্থী তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে মেয়র প্রার্থী পারভীন আক্তারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে আট কর্মীকে আহত করেছেন বলে অভিযোগ করেছেন পারভীনের স্বামী আনোয়ার হোসেন আনু।  এই ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে আড়াইহাজার বাজারের আশিক সুপার মার্কেটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সর্বশেষ খবর