শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

দাফনের চারদিন পর কবর থেকে লাশ উত্তোলন

দাফনের চারদিন পর কবর থেকে লাশ উত্তোলন

লাশ দাফনের চারদিন পর আবারও কবর থেকে লাশ তোলা হলো ময়না তদন্তের জন্য। শনিবার দুপুরে সদর উপজেলার বেগমপুর যদুপুর কবরস্থান থেকে শিশু রাহুলের (৬) লাশ তুলে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মামলার বাদী চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহব্বত আলী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর যদুপুর গ্রামের খোকন আলীর ছেলে রাহুল (৬)। খোকনের দুই স্ত্রী। পারিবারিক কলহের কারণে গত ১৮ জুন দুপুরে খোকন নিজে বিষপান করে এবং ছেলে রাহুলের মুখেও বিষ তুলে দেয়। রাহুল মারা যায়। খোকনকে মুম–র্ষ অবস্থায় জীবননগর স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়। ওইদিনই খোকনদের পারিবারিক গোরস্থানে শিশু রাহুলের লাশ দাফন করা হয়। খোকন এখনো জীবননগর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
বিষয়টি পুলিশ পরে জানতে পেরে খোকনের বিরুদ্ধে হত্যা এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। ওই মামলায় আদালতের নির্দেশে শনিবার দুপুরে কবর থেকে রাহুলের লাশ তুলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই মামলায় খোকনকে গ্রেপ্তার করে জীবননগর স্বাস্থ্য কমপে­ক্সে পুলিশ প্রহরায় চিকিত্সাধীন রাখা হয়েছে।

সর্বশেষ খবর