রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

নাটোরে মনোনয়নপ্রত্যাশী যারা

নাটোরে মনোনয়নপ্রত্যাশী যারা

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের ৪টি আসনে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা এরই মধ্যে গণসংযোগ, মিছিল ও সভা-সমাবেশ করে নিজেদের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শহরের মোড়ে মোড়ে পোস্টার, বিলবোর্ড, ফেস্টুন টাঙিয়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের বর্তমান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন নাটোর-১ (লালপুর ও বাগাতীপাড়া) : জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সংসদ সদস্য আবু তালহা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেফালী মমতাজ, আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ছাত্রলীগের জেলা সাবেক সভাপতি শহিদুল ইসলাম বকুল। অন্যদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন বিরোধীদলীয় নেতার উপদেষ্টা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, যুবদলের কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু। এ ছাড়া বিএনপি থেকে বহিষ্কৃত ও গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলও এবার মনোনয়ন চাইবেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক তাসনীম আলম দলীয় মনোনয়ন পাবেন। নাটোর-২ (সদর) : আওয়ামী লীগের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা সহ-সভাপতি ও নাটোর কোর্টের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না আহম্মেদ, প্রয়াত সংসদ সদস্য বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে ও ঘাতক দালাল নিমর্ূল কমিটির জেলা সভাপতি উমা চৌধুরী জলি, যুবলীগ জেলা সভাপতি শরিফুল ইসলাম রমজান এদের যে কেউ দলীয় মনোনয়ন পাবেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক, নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জেলা সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি। অপরদিকে জাতীয় পার্টি থেকে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সেন্টু, জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ লুলু দল থেকে মনোয়ন চাইবেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক ইউনুস আলী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অ্যাড. আমেল খান চৌধুরী, বিকল্প ধারার খন্দকার জুবায়ের হোসেন, জাকের পার্টির শহিদুল ইসলাম শহিদ, হামজা গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। নাটোর-৩ (সিংড়া) : আওয়ামী লীগের সিংড়া উপজেলা সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জুনায়েদ আহম্মেদ পলক, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, যুবলীগের সিংড়া উপজেলা সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ভোলা, স্বাচিপ নেতা ডা. মহিবুল আলম, আওয়ামী লীগ নেতা জুবায়ের হোসেন নয়ন এদের যে কেউ দলীয় মনোনয়ন পাবেন। বিএনপি থেকে কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাবেক সংসদ সদস্য ও সিংড়া উপজেলা সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব ও সিংড়া পৌরসভার মেয়র অধ্যাপক শামীম আল রাজি, সিংড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এদের যে কেউ দলীয় মনোনয়ন পাবেন। নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুগ্ম-সম্পাদক ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, আমেরিকা প্রবাসী ডা. মহসীন আলী, জয়বাংলা সামাজিক আন্দোলনের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটওয়ারী দলীয় মনোনয়ন চাইবেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোজাম্মেল হক, গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি (দল থেকে বহিষ্কৃৃত) অধ্যক্ষ একরামুল আলম, সন্ত্রাসী হামলায় নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর বাবু এদের যে কেউ দলীয় মনোনয়ন পাবেন। অপরদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আবুল কাশেম সরকার, জামায়াতে ইসলামী নাটোর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন দলীয় মনোনয় চাইবেন।

 

 

সর্বশেষ খবর