শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মাদারীপুরে আহত দেড়শতাধিক

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুরে সংঘর্ষে দেড়শতাধিক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : ঝাউদিয়া শাহী মসজিদ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জহুরুল ও কাশেম গ্রুপের সঙ্গে আলম মালিথা গ্রুপের বিরোধের জেরে গতকাল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আলম মালিথা গ্রুপের আবদুল হালিম প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন অন্তত ২০ জন। হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলা সদরে দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে। গতকাল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের ওসমানী সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার রাতে সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যদিকে গতকাল বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের ১০/১২টি ঘর ভাঙচুর ও লুটতরাজ করেছে দাঙ্গাবাজরা। মাদারীপুর : রাজৈরের আমগ্রামে বাড়ির সীমানা নিয়ে নারায়ণ রায় ও রবি রায়ের মধ্যে বিরোধে শুক্রবার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়।

সর্বশেষ খবর