রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

সোনারগাঁয়ে ভূমি অফিসে আবারও আগুন

সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে গতকাল ভোরে আগুন লেগেছে। ভূমি অফিসের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। ২৬ জুনও অফিসের নাজির-কাম-ক্যাশিয়ারের কক্ষে আগুন লেগেছিল। ভূমি অফিসের কর্মকর্তারা জানান, আগুনে কক্ষের আসবাবপত্রসহ প্রায় শতাধিক নথি পুড়ে গেছে। মাত্র ১১ দিনের ব্যবধানে দ্বিতীয়বার আগুনের ঘটনায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসানুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, এর আগেও ঠিক একই কায়দায় দুর্বৃত্তরা ভূমি অফিসে আগুন দিয়েছিল। কারা, কেন এ ঘটনা ঘটাচ্ছে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি।

সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে গতকাল ভোরে আগুন লেগেছে। ভূমি অফিসের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। ২৬ জুনও অফিসের নাজির-কাম-ক্যাশিয়ারের কক্ষে আগুন লেগেছিল। ভূমি অফিসের কর্মকর্তারা জানান, আগুনে কক্ষের আসবাবপত্রসহ প্রায় শতাধিক নথি পুড়ে গেছে। মাত্র ১১ দিনের ব্যবধানে দ্বিতীয়বার আগুনের ঘটনায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসানুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, এর আগেও ঠিক একই কায়দায় দুর্বৃত্তরা ভূমি অফিসে আগুন দিয়েছিল। কারা, কেন এ ঘটনা ঘটাচ্ছে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি।
 

সর্বশেষ খবর