রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ভোলায় গণপিটুনিতে ৪ জলদস্যু নিহত

তিন গ্রুপে দিনভর বন্দুকযুদ্ধ

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর তেলিয়ার চর এলাকায় গতকাল সন্ধ্যার পর জলদস্যু জয়নাল স্পিকার গ্রুপ, জলদস্যু গিয়াস গ্রুপ ও জলদস্যু স্বপন গ্রুপের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। বেলা ১১টা থেকে দিনভর মেঘনা নদীতে জলদস্যু গ্রুপগুলোর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে জয়নাল ও গিয়াস গ্রুপ কোণঠাসা হয়ে নদী থেকে উপরে উঠে পালিয়ে যাওয়ার সময় তেলিয়ার চরের মাস্টারেরহাট এলাকায় সাধারণ জেলে ও স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। এতে চারজন জলদস্যু নিহত হয়। এরা হচ্ছে নোয়াখালীর জয়নাল স্পিকার গ্রুপের প্রধান জয়নাল (৫১), মনপুরা এলাকার গিয়াস গ্রুপের প্রধান গিয়াস (২৮), সালাউদ্দিন (২২) ও জহির (৩৫)। এ সময় জলদস্যুদের কাছ থেকে একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি বগি দাও উদ্ধার করা হয়। তজুমদ্দিন থানার এসআই হুমায়ুন ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন।
 

সর্বশেষ খবর