রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
দশম জাতীয় সংসদ নির্বাচন

গাজীপুরে মনোনয়নপ্রত্যাশী যারা

গাজীপুরে মনোনয়নপ্রত্যাশী যারা

দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপ্রত্যাশীরা জোর তৎপরতা শুরু করেছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখ রয়েছেন। এরইমধ্যে তারা কেন্দ্রে তদবিরের পাশাপাশি স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর মহানগরীর একাংশ) : আওয়ামী লীগের জেলা সভাপতি ও সংসদ সদস্য অ্যাড. মোজাম্মেল হক, বিএনপির জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম। গাজীপুর-২ (সদরের একাংশ ও টঙ্গী) : আওয়ামী লীগের সংসদ সদস্য ও আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান। গাজীপুর-৩ (সদরের একাংশ ও শ্রীপুর) : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাড. রহমত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। অপরদিকে বিএনপি থেকে শ্রীপুর থানা সভাপতি শাহজাহান ফকির ও ডা. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। গাজীপুর-৪ (কাপাসিয়া) : আওয়ামী লীগের সংসদ সদস্য বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এবারও দলীয় প্রার্থী হবেন বলে জানা গেছে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ দলীয় মনোনয়ন পাবেন। তবে হান্নান শাহ প্রার্থী না হলে তার ছেলে শাহ রিয়াজুল হান্নান দলীয় মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি সামসুদ্দিন খান ও আনোয়ারা কবির এদের যে কেউ দলীয় মনোনয়ন পাবেন বলে জানা গেছে। গাজীপুর-৫ (সদরের একাংশ ও কালীগঞ্জ) : আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারউজ্জামান। বিএনপি থেকে জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন দলীয় মনোয়ন পাবেন বলে জানা গেছে। এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম এবং জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য আজম খান দলীয় মনোনয়ন চাইবেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর