রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
ভেসে গেছে বিকল্প সড়ক

ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সঙ্গে সরাসরি ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার রাধানগরে নির্মাণাধীন ব্রিজের পাশের বিকল্প সড়ক পানিতে ভেসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম জানান, ঠিকাদারের অবহেলায় বিকল্প সড়কটি স্রোতে ভেসে গেছে। উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বিকল্প সড়কের উচ্চতা বাড়াতে ঠিকাদারকে দুইবার চিঠি দেওয়া হলেও তারা কর্ণপাত করেননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রেজাউল করিম জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় বিকল্প রাস্তাটি ভেসে গেছে। চেষ্টা করেছি যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে তবে তা সম্ভব হয়নি। সওজ সূত্র জানায়, বাঞ্ছারামপুর-ঢাকা সড়কের রাধানগরে চার কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ১১০ ফুট দীর্ঘ ব্রিজের কাজ পায় এমএএম, এমকেএন ও আই জে বি নামের তিনটি প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর