রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

জন্মভূমি ঘুরে গেলেন গণেশ হালুই

প্রিয় জন্মভূমি জামালপুর ঘুরে গেলেন ভারতের খ্যাতনামা চিত্রশিল্পী গণেশ হালুই। শেকড় সন্ধানী এই চিত্রশিল্পী নাড়ির টানে দুদিনের সফরে ছুটে আসেন জামালপুরে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী, সাহিত্য পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, বেঙ্গল গ্যালারি অ্যান্ড ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী এবং বিশিষ্ট শিল্পপতি শামছুর রহমান।

শুক্রবার ও শনিবার দিনভর তারা ঘুরে বেড়িয়েছেন গণেশ হালুইয়ের শৈশবের স্মৃতি বিজড়িত জামালপুরের বিভিন্ন স্থান।শুক্রবার তারা পরিদর্শন করেন মেলান্দহের কাপাসহাটিয়ায় অবস্থিত গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর। গতকাল জামালপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র গণেশ হালুইকে সংবর্ধনা দেয় ওই স্কুলের শিক্ষার্থীরা। পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে জামালপুর জেলা প্রেসক্লাব পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জামালপুরের সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, কবিসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর