রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য রাজাপুর

মেহেরপুরের গাংনীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গ্রেফতার আতঙ্কে এখন পুরুষশূন্য রাজাপুর গ্রাম। মেহেরপুরের রাজাপুর ও পাশর্্ববর্তী কুষ্টিয়ার খলিশাকুণ্ডি গ্রামের মানুষের মধ্যে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এক কনস্টেবল ও একজন আনছার সদস্য আহত হন। এ ঘটনায় কুমারীডাঙ্গা ক্যাম্পের এ এস আই মুক্তাজাব আলী রাজাপুরের ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। নারীরা ফাঁকা বাড়ি পাহারা দিলেও খলিশাকুণ্ডির মানুষের হামলার ভয়ে তারা চরম আতঙ্কে রয়েছেন।

জানা যায়, বুধবার সন্ধ্যায় রাজাপুর গ্রামের কাবাতুল ইসলামকে মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে খলিশাকুণ্ডি গ্রামের লোকজন। সরেজমিন রাজাপুর গ্রামে গেলে নারীরা জানান, কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাজাব আলী ও কনস্টেবল আরিফুর নিরীহ মানুষকে জামায়াত, শিবির লিস্টে নাম আছে হুমকি দিয়ে আটক ও মারধর করে। মহিলাদের গালমন্দসহ গায়ে পর্যন্ত হাত তোলা হয়। সংঘর্ষে আহত রাজাপুরের শাহানারা, মর্জিনা ও লাইলী জানান, 'ঘটনার দিন পুলিশ আমাদের শুধু নির্যাতনই করেনি, সম্ভ্রমহানিরও চেষ্টা করেছে।' খলিশাকুণ্ডি গ্রামের মানুষের সঙ্গে মিলে তাদের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ। এ ব্যাপারে গাংনী থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর