রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

কমিটি নিয়ে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলে বিরোধ

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের সাত মাসের মাথায় 'এক তরফা' উপজেলা কমিটি গঠনের জেরে বিরোধ দেখা দিয়েছে। উপজেলা কমিটি গঠনে আহ্বায়ক আবদুল্লাহ আল-নোমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন সিনিয়র যুগ্ম- আহ্বায়ক নূরুল ইসলাম সাজু।

নূরুল ইসলামের দাবি, 'প্রকাশিত উপজেলা কমিটিগুলো দলের যথাযথ ফোরামে আলোচনা না করে ব্যক্তিস্বার্থে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা সংগঠনের আহ্বায়ক অবৈধভাবে প্রকাশ করেছেন। যার এখতিয়ার তার নেই।' তিনি আরও দাবি করেন, 'ঘোষিত উপজেলা কমটিগুলো সম্পূর্ণরূপে অগঠনতান্ত্রিক।'

তবে জেলা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান বলেন, 'সদর উপজেলা কমিটি গঠনের সময় সাজু দেশের বাইরে ছিলেন। এ ব্যাপারে ফোনে তার কাছ থেকে মৌখিক সম্মতি নেওয়া হয়েছে।'

সর্বশেষ খবর