রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

কীর্তনখোলার ভাঙন রোধে মানববন্ধন

কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ফেরিঘাটের পূর্ব প্রান্তের ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১১টায় ভাঙনকবলিত এলাকায় হাতে হাত ধরে ভাঙন প্রতিরোধে সরকারের প্রতি দাবি জানানো হয়। এদিকে যে কোনো সময় বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে বরিশাল-ভোলা সড়কের একাংশ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ কমপক্ষে অর্ধশতাধিক স্থাপনা।

উপস্থিত ছিলেন তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, মনোয়ারুল হক ওয়ালী, হেদায়েতুল ইসলাম অপু প্রমুখ।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস।

সর্বশেষ খবর