বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
জিলবাংলা চিনিকল

সন্ত্রাসী হামলায় এমডিসহ আহত ৯, কর্মবিরতি

স্থায়ী শ্রমিক নিয়োগ, ঠিকাদারি নিয়ন্ত্রণসহ নানা দাবিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলের এমডিসহ ৯ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় মিলের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় মিলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গতকাল দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে কারখানা কর্তৃপক্ষ। মিল সূত্র জানিয়েছে, ২২ নভেম্বর দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগারমিলে আখ মাড়াই শুরু হবে। সেই লক্ষ্যে মিলে জোর প্রস্তুতি শুরু হয়। সোমবার রাতে মিলের অফিসার্স ক্লাবে প্রস্তুতিমূলক সভা চলাকালে সরকারদলীয় একদল সন্ত্রাসী সেখানে ঢুকে অস্থায়ী শ্রমিক নিয়োগ, ঠিকাদারিসহ নানা বিষয়ে তাদের কথামতো কাজ করতে হবে বলে জানান। কর্মকর্তারা অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাদের মারধর করেন। তাদের হামলায় আহত হন এমডি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কো-অর্ডিনেশন অফিসার আশরাফ সিদ্দিকী, স্টোর অফিসার আজিজুল হাকিম, প্রণব কুমার সরকার, হাসান আল আমিন, আনোয়ার হোসেন খান, আবদুল আউয়াল ও খোরশেদ।

সন্ত্রাসীরা এক পর্যায়ে ক্লাব- সংলগ্ন কোয়ার্টার ক্যাম্পাসে জিএম (কৃষি) মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের বাসায় হামলা চালিয়ে বাসা তছনছ করে। এমডি হাবিবুর রহমান জানান, বহিরাগত সন্ত্রাসীদের অযৌক্তিক দাবি না মানায় হামলা চালিয়ে কর্মকর্তাদের মারধর করে। এ অবস্থায় নিরাপত্তার অভাবে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

সর্বশেষ খবর