বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

জাকসু নির্বাচনে অছাত্রদের সুযোগ দেওয়ায় ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অছাত্র, এমফিল ও পিএইচডি গবেষকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাকসু নির্বাচনের ইতিহাসে অছাত্র, এমফিল ও পিএইচডি গবেষকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের বিধি লঙ্ঘন করে তাদের অনুগত কিছু অছাত্র ছাত্রলীগ কর্মীকে সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। এ বিধান বাতিল না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি উচ্চরণ করেন বক্তারা।

সর্বশেষ খবর