মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
খনি শ্রমিকদের কর্মবিরতি

৮ দিনে কোটি টাকার ক্ষতি

স্থায়ী নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মধ্যপাড়া কঠিন শিলাখনিতে গতকাল অষ্টম দিনেও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। লাগাতার কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে খনি থেকে পাথর উত্তোলন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিক কাজে যোগ দেবে না। খনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ময়েনউদ্দিন জানান, শ্রমিকদের দাবি অযৌক্তিক। পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হচ্ছে। খনির ম্যানেজার বলেন, আট দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা।

সর্বশেষ খবর