শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

কৃষি অফিসে ভাঙচুর, কর্মকর্তা লাঞ্ছিত

ঝালকাঠিতে পাওয়ার টিলারের দাবিতে গতকাল বিক্ষোভ করেছে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডবাসী। এ সময় তারা সদর উপজেলা কৃষি অফিসে ভাঙচুর ও কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। স্থানীয় ইউপি সদস্য আল মামুন জানান, চার নম্বর ওয়ার্ডের বৈদারাপুর গ্রামে পাওয়ার টিলার দেওয়ার বিষয়টি চূড়ান্ত হলেও দুর্নীতির মাধ্যমে সাত নম্বর ওয়ার্ডের নামে বরাদ্দ দেওয়া হয়। গতকাল কৃষকরা উপজেলা কৃষি কর্মকতা চিন্ময় রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাদের গালাগাল দিয়ে রুম থেকে বের করে দেন। পরে বিক্ষুব্ধরা অফিসের সামনে বিক্ষোভ ও তার শাস্তি দাবি করেন। শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় কৃষি কর্মকর্তাকে। ভাঙচুর করে তার মোটরসাইকেল। বসতঘরে হামলা : এদিকে ঝালকাঠির রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামে গতকাল জালের বাঁশ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ফজলু হক হাওলাদারের ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হন ফজলুল হক, তার ভাই নুরুল হক ও তার ছেলে জিয়া। অন্যদিকে প্রতিপক্ষের জল মিয়াও আহত হয়েছেন বলে দাবি তার স্বজনদের।

সর্বশেষ খবর