সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

একাত্তরে আজ শত্রুমুক্ত হয় যেসব এলাকা

নেত্রকোনা, কুমিল্লার দাউদকান্দি ও নারায়ণগঞ্জের আড়াইহাজার মুক্ত দিবস আজ। এদিকে নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে মৌলভীবাজার মুক্ত দিবস। প্রতিনিধিদের পাঠানো খবর-

৮ ডিসেম্বর রাতে টাইগার কোম্পানির যোদ্ধাদের নিয়ে নেত্রকোনা সদরে প্রবেশ করেন আবু সিদ্দীক আহম্মদ। রাতেই চলে পাকসেনা নিমর্ূলে চরম প্রস্তুতি। ৯ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রবল প্রতিরোধের মুখে পালাতে থাকে পাকবাহিনী। বেলা ১২টার মধ্যেই শত্রুমুক্ত হয় নেত্রকোনা। ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা বিপুল উৎসাহে দাউদকান্দির দিকে অগ্রসর হন। রাতে চালান প্রবল আক্রমণ। টিকতে না পেরে হানাদাররা পালাতে শুরু করলে ৯ ডিসেম্বর বিকালে স্বাধীন বাংলার পতাকা উড়ান মুক্তিযোদ্ধারা।৭১ সালের এই দিনে আড়াইহাজারে মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রাখা যুদ্ধে একের পর এক পরাস্ত হতে থাকে পাকসেনারা। প্রতিরোধের মুখে আড়াইহাজারের সর্বশেষ ঘাঁটি ডাকবাংলা ও থানা কার্যালয় ছেড়ে যেতে বাধ্য হন তারা।

সর্বশেষ খবর