সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নির্মাণাধীন ভবন ধস, আহত ৩০

সাভারে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। গতকাল বিকালে উপজেলার খাগান এলাকায় ড্যান ফুডস লিমিটেডের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন আটকা পড়েছেন বলে দাবি আহত। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল থেকে ওই ভবনের ছাদ ঢালাই চলছিল। বিকাল সোয়া ৫টায় ভবনটির সামনের দিকে হঠাৎ ছাদ ঢলে পড়তে থাকে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছোটাছুটি শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো ছাদ ধসে পড়ায় বের হতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সাভারের বিভিন্ন হাসপাতালে নির্মাণ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই ভবনটির ছাদ ধসে পড়ায় তিনি বের হতে পারেননি। ধ্বংসস্তূপের নিচে কোনো শ্রমিক আটকা পড়েনি বলে দাবি করেছেন ড্যান ফুডস লিমিটেডের ম্যানেজার। খাদিজুল হোসাইন।

সর্বশেষ খবর